নিজস্ব সংবাদদাতা,পূর্বস্থলীঃমঙ্গলবার থেকে পূর্বস্থলী থানার অন্তর্গত পূর্বস্থলী বৈদিক পাড়ায় প্রায় তিন শতাধিক বছরের প্রাচীন বুড়ো মার পুজো ঘিরে ভক্তদের ঢল নামলো।
এদিন সকাল থেকে কয়েক হাজার মহিলা গঙ্গায় জল আনতে শোভাযাত্রায় শামিল হন। এই শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন বুড়ো মার মায়ের মন্দিরের সেবাইত বিশ্বনাথ মুখোপাধ্যায় ও স্থানীয় পঞ্চায়েত প্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ভক্তগণ।
বুড়ো মায়ের পুজো ঘিরে রয়েছে একাধিক প্রচলিত কথা।
কথিত যে এই এলাকায় দস্যুদের আগমন ছিল। দস্যুরা মায়ের কাছে প্রার্থনা করে চুরি ডাকাতি করতে বের হতো। এমনকি সাধারণ মানুষও মাকে আরাধনা করবার জন্য পুজো দিতে আসতেন।
অশুভ শক্তির বিনাশ ঘটেছে শুভশক্তির উদয় হয়েছে। তাই প্রতিবছর বুড়ো মায়ের পুজো ঘিরে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুড়ো মায়ের মন্দিরের সেবাইত তথা উদ্যোক্তা বিশ্বনাথ মুখোপাধ্যায় ওরফে পরিদা জানিয়েছেন যে অতিপ্রাচীন আদি পুজো নিত্যদিন হয়ে থাকে।
প্রতি শনিবার মঙ্গলবার ভক্তদের ঢল নামে বেশি। কথিত যে ভক্তদের মনোকামনা বা মনোবাসনা পূর্ণ হয়ে থাকে মায়ের মন্দিরে পুজো দিলে এমন তাই বিশ্বাস ভক্তদের।
তাই এদিন সকাল থেকেই মন্দিরে পুজো দিতে হাজার হাজার ভক্তদের ঢল নামল।
মা কালীর মূর্তিটি দৈনন্দিন পুজো যেমন হয় তেমনি এদিন পুজো মহাযজ্ঞ শুরু হয়েছে। এই মহাযজ্ঞ চলবে চারদিন ধরে। মহাযজ্ঞের পাশাপাশি বিভিন্ন ধরনের আনুষঙ্গিক মাকে পুজো দিয়ে থাকেন ভক্তগণ। সেই সাথে প্রসাদ বিতরণ ও হয়ে থাকে। মায়ের পুজো দিতে এসে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় এমনটাই ধারণা ভক্তদের। তাই পুজো দিতে ঢল নামল।
পুজোর আরেকটি বৈশিষ্ট্য যে মুসলমান পরিবারের মহিলারাও এই পুজো দিতে উদ্যোগী হন এবং পুজো দেন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584