‘বিশ্ববীণা’র দ্বিতীয় সুরেলা সফরে অদিতি গুপ্ত ও জয়তী চক্রবর্তী

0
220

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অতিমারি পরিস্থিতিতে সঙ্গীতপ্রেমী মানুষের মন ভাল রাখতে বিশ্ব সঙ্গীত দিবসের কথা মাথায় রেখে ‘বিশ্ববীণা’র দ্বিতীয় নিবেদন আসন্ন। এবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ডিজিটালে। কলকাতার নানা প্রান্তে বসে শিল্পীরা এবার অনুষ্ঠান পরিবেশন করবেন। মৈত্রেয়ী পরিবেশন করবেন সুদুর হংকং-এ বসে। সুমন, মৈত্রেয়ী আর সাম্যর সঙ্গে এবার এই অনুষ্ঠানের আরও দুই আকর্ষণ দুই প্রথিতযশা সঙ্গীত শিল্পী, অদিতি গুপ্ত ও জয়তী চক্রবর্তী।

biswabina | newsfront.co

‘বিশ্ববীণা’র গোটা ভাবনা সাম্যর। বিশ্বসঙ্গীতকে মাথায় রেখে সুরের যে কালপ্রবাহ তা-ই এর মূলে। সুরের তো কোনও গণ্ডি হয়না, জীবনের অনন্ত যাত্রাপথের মধ্যে সুরই মানুষকে এক করে, উজ্জীবিত করে। সেই রকমই এক বিশ্বযাত্রীর গল্প শোনাবেন সাম্য ও অদিতি গুপ্ত, আর তাতে সুর সাজাবেন সুমন ও মৈত্রেয়ী। আর সমগ্র অনুষ্ঠানকে একটি মুখবন্ধে আবদ্ধ করবেন জয়তী চক্রবর্তী। ওদের যন্ত্রানুষঙ্গে সাহায্য করবেন ঋতম বাগচী।

আরও পড়ুনঃ তারকাদের জামাইষষ্ঠী জমজমাট

‘বিশ্ববীণা’ মূল বাণী- “এই দুঃসময়ে মন ভালো রাখতেই হবে, আর তা সুরে সুরেই।” আগামী ২২শে জুন, সন্ধে সাড়ে ৭ টায় নজর রাখতে হবে ‘এস ডি পি ভেঞ্চার্স’-এর ফেসবুক পেজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here