নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আগামীকাল কাল থেকে শুরু রমজান মাস, আর রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যাহাতে ঘরেই নামাজ পড়ে এবং ভিড় না করে এবং বাইরে বের হলে যাহাতে সামাজিক দূরত্ব বজায় রাখে এই বিষয়ে মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন রাখলো প্রশাসনিক কর্তারা।
শুক্রবার কালচিনি ব্লক কার্য্যালয়ে এক বৈঠক আয়োজিত হয় এই বিষয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদ কমিটির সদস্যরা,পুলিশ প্রশাসনের কর্তারা ও ব্লকের আধিকারিকরা।
আরও পড়ুনঃ নিজ এলাকা জীবাণুমুক্ত করার কাজে হাত লাগালেন ইংরেজবাজারের পুর কাউন্সিলররা
এদিন কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান, “এদিনের বৈঠকে আবেদন রাখা হয় এই সময় সবাই যেন ঘরেই নামাজ পড়ে এবং কোথাও যেন ভিড় না হয়।” মুসলিম সংগঠনের পক্ষ থেকে মোঃ আব্বাস আনসারি জানান, “যে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে লকডাউন চলাকালীন সবাই ঘরে নামাজ পড়বে।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584