ভ্রান্তিবিলাস! মহা আতান্তরে জুকারবার্গ

0
56

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বিজ্ঞানীরা বলেন বিশ্বের প্রতিটি মানুষের মত একই রকম দেখতে আরেকজন মানুষ সর্বদা থাকে। সেকথা সত্যি না মিথ্যে সে তর্ক এখন থাক, কিন্তু এই অভিন্ন দর্শন ব্যক্তি যদি হন কোন বড় অপরাধী তাহলে যে কি হতে পারে – সে জ্বালায় জ্বলছেন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মার্ক জুকারবার্গ।

Mark Zuckerberg | newsfront.co
সৌজন্যেঃ দ্য কুইন্ট

কিছুদিন আগে হেলিকপ্টারে থাকাকালীন হামলা হয় কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান ডুক-এর ওপর। রাষ্ট্রপতির সঙ্গে হেলিকপ্টারে ছিলেন আরো কয়েকজন প্রশাসনিক শীর্ষ কর্তা। সেসময় বাইরে থেকে কিছু দুষ্কৃতী বন্দুক নিয়ে হামলা চালায় তাঁদের ওপর। আহত হননি কেউই। কিন্তু অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু করে কলম্বিয়া পুলিশ।

তদন্তে নেমে বেশ কয়েকজন সন্দেহভাজনের স্কেচ তারা নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে। ওই পোস্টে ঘোষণা করা হয় এদের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ৩ মিলিয়ন মার্কিন ডলার। এখানেই যন্ত্রণার শুরু ফেসবুক কর্তার। একটি স্কেচে তাঁর সঙ্গে অসম্ভব রকমের মিল লক্ষ্য করা যায়। ব্যাস, তাঁর তৈরি ফেসবুকে তাঁকে নিয়েই মজায় মেতে ওঠেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ বিল গেটসের জীবনের বহু ‘ফ্যান্টাসি’, বহু অজানা দিক নিয়ে মুখ খুললেন তাঁরই জীবনীকার জেমস ওয়ালেস

এপর্যন্ত ছবিটিতে ৬৬,০০০ রিয়েকশন দেখা গিয়েছে এবং ২২,০০০ শেয়ার হয়েছে ছবিটি। আর তা পোস্ট করে সাথে জুকারবার্গকে ট্যাগ করে মজা শুরু হয়েছে ফেসবুক জুড়ে। কেউ কেউ আবার মজা করে জুকারবার্গকে উপদেশও দিয়েছেন কলম্বিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করার।

আরও পড়ুনঃ প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের ধর্মঘট নিষিদ্ধ করে অর্ডিন্যান্স জারি করল মোদি সরকার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here