ভেলোর থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রশাসনের

0
30

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

চিকিৎসা এবং ভিনরাজ্যে কাজ করতে গিয়ে লকডাউনের ফলে আটকে পড়েছিলেন রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক। পূর্ব মেদিনীপুরের এরকম ৩৭৪ জন বাসিন্দা বুধবার ট্রেনে ও বাসে ফিরে আসেন। এরমধ্যে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা রয়েছেন।

migrants | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, ভেলোর থেকে স্পেশাল ট্রেনে খড়্গপুরের হিজলী স্টেশনে পৌঁছোন ৩১০ জন রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের প্রত্যেককেই জেলা স্বাস্থ্য বিভাগের তরফে থার্মাল স্ক্রিনিং ও শারীরিক পরীক্ষা করা হয়। এরপর ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয় জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে এবার আক্রান্ত শ্রমিক পরিবারগুলিকে বয়কট গ্রামবাসীদের

লকডাউনের আগে চিকিৎসার জন্য তামিলনাডুর ভেলোরে গিয়ে ছিলেন এ রাজ্যের বহু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। এরপর করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে জারি হয় লকডাউন। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া মানুষজন আটকে পড়েন ভেলোরে। দীর্ঘ লকডাউনে কাছে থাকা টাকা পয়সাও প্রায় সব শেষ হয়ে যায়। পরে ভিন রাজ্যে আটকে পড়া মানুষের কথা চিন্তাভাবনা করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় রেলের তরফে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

এর আগে সেই বিশেষ ট্রেনে রাজ্যের ১৪৬৪ জন রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং শ্রমিকরা ফেরেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। সেখান থেকে পরিবহণ দপ্তরের ৯ টি বাসে করে সন্ধ্যা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ৩১০ জন যাত্রীকে নিয়ে আসা হয় জেলার মেচেদা স্টেশন লাগোয়া পথসাথীতে। সেখানেই তাঁদের থার্মাল স্ক্রিনিং ও শারীরিক পরীক্ষা করার পর বাড়ি পাঠানো হয়।

অন্য দিকে চেন্নাইয়ে আটকে পড়া পূর্ব মেদিনীপুরের ৬৪ জন শ্রমিককে নিয়ে গতকাল জেলায় এসে পৌঁছায় পরিবহন দপ্তরের ২টি বাস। দুপুর নাগাদ সেই বাসের সকল যাত্রী সহ ৬ চালক ও কন্ডাক্টরের শারীরিক পরীক্ষা করা হয় চণ্ডীপুরের কোরোনা হাসপাতালে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সেখানে প্রত্যেকের লালারস সংগ্রহ করা হয়।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানান, ভেলোর থেকে আসা প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। তাঁদের নাম, ঠিকানা ও ফোন নম্বর সম্বলিত তালিকা তৈরি করে রাখা হয়েছে। ধাপে ধাপে তাঁদের পরবর্তীকালে লালারস সংগ্রহ করা হবে। সকলকেই ১৪ দিনের হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’ ভিন রাজ্যে আটকে থাকা এসব মানুষজন বাড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here