সুদীপ পাল,বর্ধমানঃ
ছাগল প্রজনন এবং পালন কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের রক্ষিতপুর গ্রামে।অথচ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলা হবে এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্র খোলা হয়েছিল।বছরখানেক চললেও এখন তা সম্পূর্ণভাবে বন্ধ।জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২০০৭ সালে রক্ষিতপুরে একটি পুকুরের পাড়ে তৈরি করা হয় ছাগলের এই খামার। এলাকার একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্প চালানোর জন্য নিযুক্ত করা হয় কিন্তু অভিযোগ উঠছে তাঁদের উদ্যোগের অভাবের জন্যই প্রকল্পগুলি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তাছাড়া যে স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্পের দায়িত্ব নিয়েছিল,সেটিও ভেঙে যায়।
আরও পড়ুনঃ ফালাকাটায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
এলাকার বাসিন্দারা বলছেন, ঘরের সামনেই রয়েছে পুকুর। তাই পুকুরে যদি মাছ চাষ করা হয় এবং সাথে সাথে হাঁস মুরগি প্রতিপালন করা হয় তাহলে বিকল্প আয়ের এর সন্ধান পাবে এলাকার যুবকরা। তাছাড়া ঘরগুলিকে কাজে লাগিয়ে নতুন করে আবার ছাগল প্রজনন শুরু করা যেতে পারে। বিডিও (কাঁকসা) সুদীপ্ত ভট্টাচার্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584