নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মুখ্যমন্ত্রী নির্দেশে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ভার্ণাবাড়ি চা বাগান ও তোর্ষা চা বাগানে ‘আপনার বাগানে প্রশাসন’ কর্মসূচি করা হলো।
মুখ্যমন্ত্রী নির্দেশে আলিপুরদুয়ার জেলা প্রতিটি চা বাগানে চলছে আপনার বাগানে প্রশাসন কর্মসূচি।চা বাগান শ্রমিকরা যারা নিজেদের সমস্যা নিয়ে জেলা অফিসে যেতে পারেনা তাদের সমস্যা শোনার জন্য জেলা দপ্তর চলে আসছে চা বাগানে যেখানে চা বাগানের শ্রমিকরা নিজেদের সমস্যা অভাব অভিযোগ তুলে ধরতে পারছে।আজ কালচিনি ব্লকে ভার্ণাবাড়ি ও তোর্ষা চা বাগানে আপনার বাগানে প্রশাসন কর্মসূচি হয়।জেলার সমস্ত আধিকারিক গণ চলে এসেছিল চা বাগানে।
আজকের অনুষ্ঠানে আলিপুরদুয়ার জেলাশাসক নিখিল নির্মল ও আলিপুরদুয়ার সাংসদ দশরথ তিরকি সহ জেলার অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।জেলাশাসক নিজে শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানে সচেষ্ট হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584