নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। কিন্তু অধিকাংশ মানুষই লকডাউনের বিধিনিষেধ মানছেন না বলে অভিযোগ। সেকারণে এবার মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান। পুলিশি নজরদারিও চরমে উঠেছে। লকডাউন না মানলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলে পুলিশ প্রশাসন।
শহরে আরও ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রশাসন সূত্রে খবর, বুধবার রায়গঞ্জ শহরে আরও চারজনের শরীরে সংক্রমণ মিলেছে। এমতবস্থায় বুধবার থেকে পাঁচ দিনের জন্য লকডাউন চালু হয়েছে রায়গঞ্জ শহরে।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮২।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা
মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৬৬ জন। গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। এদিকে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট করোনা জয়ী এখনও পর্যন্ত ৩৩৮ জন। এদিকে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৩ জন। ক্রমেই সংক্রমণ বেড়ে চলায় এদিন থেকে রায়গঞ্জ পুর এলাকায় জারি হয়েছে লকডাউন।
আরও পড়ুনঃ কোভ্যাকসিন-এর হিউম্যান ট্রায়াল শুরু হল পাটনায়
লকডাউন সফল করতে রাস্তায় নামেন রায়গঞ্জের মহকুমা শাসক। নিজে দাঁড়িয়ে থেকে দোকানপাট বন্ধ করান তিনি। বুধবার সন্ধ্যা থেকে শহরে কড়া নজরদারি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷ আইসি সুরজ থাপার নেতৃত্বে শহরজুড়ে টহলদারি করে পুলিশ। লকডাউন মেনে না চললে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয় বাসিন্দাদের। বেশ কিছু দোকান খোলা থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য বলা হয় পুলিশের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584