সায়নিকা সরকার, মালদহঃ
নিরাপত্তার কথা ভেবে ঘাটে ফেরি পারাপারে যুক্ত মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দিল প্রশাসন। সোমবার মালদহের রতুয়া-২ ব্লকে আনুষ্ঠানিকভাবে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন বিডিও সোমনাথ মান্না।নদীতে জল বাড়তেই সন্ধের পর ফেরি পারাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মালদহের রতুয়া-২ ব্লক প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, রতুয়া-২ ব্লকে তিনটি ফেরিঘাট রয়েছে। কালিন্দ্রী নদীর ওই তিন ফেরিঘাট রয়েছে একবর্ণা, পরানপুর ও বালুয়াঘাটে। তিনটি ঘাটের মাঝিদের প্রত্যেকের হাতে দশটি করে লাইফ জ্যাকেট তুলে দেন বিডিও সোমনাথ মান্না। হাজির ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামশুল হক। ফেরি পারাপারের সময় নৌকায় ১০ জনের বেশি যাত্রী তোলা যাবে না বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মনোবল বাড়াতে জেলায় জেলায় ‘কোভিড ওয়ারিয়র্স ক্লাব’
এছাড়া সন্ধার পর নৌকা চালানো যাবে না বলেও প্রশাসনের তরফে মাঝিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক মাঝিকে ঘাটের দু’পারে ১০ জন করে ডুবুরি রাখতে হবে, যাতে ফেরি পারাপারের সময় কোনও দুর্ঘটনা ঘটলে তাদের জরুরি প্রয়োজনে কাজে লাগানো যায়।
আরও পড়ুনঃ এক ফোনে চিকিৎসা পাবেন অসুস্থরা, রাজ্যজুড়ে ‘টেলি মেডিসিন’ পদ্ধতির ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিডিও সোমনাথ মান্না বলেন, ‘নদীতে জল বাড়ছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই লাইফ জ্যাকেট দেওয়ার পাশাপাশি কিছু নির্দেশ মাঝিদের দেওয়া হয়েছে। এগুলো না মানলে প্রয়োদনীয় পদক্ষেপ করা হবে।’ পূর্ত কর্মাধ্যক্ষ সামশুল হক বলেন, ‘এই মূহূর্তে এটা ভীষণ জরুরি ছিল। প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584