সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার চামনি সাদেকের মোর লস্কর পাড়ায়। অভিযোগ গৃহকর্তা রফিক সেখ কর্ম সূত্রে বাইরে থাকেন। বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে থাকতেন রফিকের স্ত্রী হোসনেয়ারা বিবি।
গতমাসে আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে চামনি এলাকায় একটি দোকান কেনেন ওই মহিলা। পরে আত্মীয়দের টাকা পরিশোধ করার জন্য লোন নেন হোসনেয়ারা বিবি। সেই লোনের ৫০ হাজার টাকা গতকাল ব্যাঙ্ক থেকে তুলে আনেন তিনি। তার অভিযোগ, আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন, বাইরে থেকে ঘরের দরজা বন্ধ। ঘরের মধ্যে থাকা আলমারি খোলা অবস্থায়, ঘরের মধ্যে আকস্মিক কিছু স্প্রে করা হয়েছে বলেও গৃহস্থের অভিযোগ। হোসনেয়ারা বিবির চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দারা এসে দেখেন যে ঘরের বাইরে ব্যাঙ্কের পাসবই, সোনার গহনার বাক্স। এছাড়াও অনেক জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
অভিযোগ, সব মিলিয়ে ৫০ হাজার টাকা ও ৫ ভরি সোনার গহনা চুরি গেছে। স্থানীয়দের অভিযোগ এই ঘটনা এলাকায় প্রথম নয়। এর আগেও একবার এই ধরনের চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। পুরো বিষয়টি বিষ্ণুপুর থানায় জানানো হয়েছে। তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584