হরষিত সিংহ,মালদাঃগ্রামীন মালদা জেলাকে নির্মল ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে জেলার দুই শহর ইংরেজবাজার ও পুরাতন মালদা এখনো নির্মল হয়নি। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবার জেলার দুই শহরকে নির্মল করার প্রচেষ্টা শুরু হয়েছে।
জেলার দুই শহরের পুর কতৃপক্ষকে নিয়ে বৈঠক করে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মালদা জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, দুই শহরের শৌচাগার নির্মানের জন্য রাজ্য সরকার মোট ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ইংরেজবাজার শহরকে দ্রুত নির্মল করতে পুর কর্মীদের নিয়ে শনিবার বৈঠক করলেন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। উপস্থিত ছিলেন পুরসভার সমস্ত ওয়াডের কাউন্সিলাররা। পুরসভা সুত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন ওয়ার্ড়ের বস্তি এলাকায় কিছু বাড়িতে এখনো শৌচাগার নেয়। তাদের পুরসভায় আবেদন করতে হবে। রাজ্য সরকারের নিয়ম মত আবেদন পত্রের সঙ্গে উপভোক্তাদের এক হাজার টাকা দিতে হবে। বাকী দুই হাজার টাকা পুরসভা ও রাজ্য সরকার প্রায় সাত হাজার টাকা প্রদান করবে।২০১৫ সালের সমীক্ষা আনুয়ায়ী ইংরেজবাজার শহরের বস্তি এলাকায় এখনো প্রায় সাত হাজার তিনশো পরিবারের শৌচাগার নেয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শহরে ৪৩ টি কমিউনিটি শৌচাগার তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন,শহরকে নির্মল করতে আগামি তিন মাসের মধ্যে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584