নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় “আমপান”। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্রের জলোচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রশাসনের তৎপরতাও রয়েছে তুঙ্গে। প্রশাসনের তরফ থেকে সকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে এলাকার মানুষকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় “আমপান’ এর মোকাবিলায় তৎপর এন ডি আর এফ কমান্ডো বাহিনী। ইতিমধ্যেই গ্রাউন্ড জিরোতে নেমে কাজ শুরু করে দিয়েছে এই বাহিনী।
আরও পড়ুনঃ কালচিনি থানার পক্ষ থেকে খোলা হলো ‘কমিউনিটি কিচেন’
[advanced_iframe src=”https://embed.windy.com/embed2.html?lat=20.972&lon=90.950&zoom=5&level=surface&overlay=wind&menu=&message=&marker=&calendar=&pressure=&type=map&location=coordinates&detail=&detailLat=22.566&detailLon=88.365&metricWind=default&metricTemp=default&radarRange=-1″ width=”650″ height=”450″ id=”advanced_iframe” name=”advanced_iframe” onload_scroll_top=”iframe”]
জানা যাচ্ছে দীঘা থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় “আমপান”। ফলে আতঙ্কের মধ্যে রয়েছে সমুদ্র উপকূলবর্তী মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584