পুলকার দুর্ঘটনা এড়াতে তৎপর জেলা প্রশাসন

0
48

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

bus services | newsfront.co
নিজস্ব চিত্র

কিছুদিন আগে পোলবায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় নিহত হয় এক শিশু। তারপরে রাজ্যের নির্দেশে রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। আর সেই লক্ষ্যেই আজ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে যে সমস্ত স্কুলে পুলকার রয়েছে তাদের মালিক এবং প্রিন্সিপাল, পুলকার ড্রাইভারদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করলো।

bus administration | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে সংযোগ কর্মসূচি কোচবিহারে

এই বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ নন্দী, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে দক্ষিণ বালুরঘাট শহরের যে সমস্ত স্কুলে পুলকার রয়েছে তারা স্কুলে যেন ১০ বছরের উপরে যে সমস্ত পুলকার আছে তা বাতিল ঘোষণা করে।

school bus | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও প্রতিটি পুলকারে আটজনের বেশী শিশু নেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত হয়। এছাড়াও আজ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্কুলগুলিতে জানানো হয় যে আগামী দুদিনের মধ্যে বিনামূল্যে জেলা পুলিশের পক্ষ থেকে গাড়ি গুলি স্বাস্থ্য পরীক্ষা করে দেওয়া হবে।

এছাড়াও বিভিন্ন বিষয়ের উপস্থিত ব্যক্তিদের সাথে জেলা পুলিশ প্রশাসনের আলোচনা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার শিশুদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার অভিভাবক থেকে স্কুলগুলি প্রত্যেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here