নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সালার ব্লকের একটি গ্রামের এক বাসিন্দার করোনা পজিটিভ। আর এই খবর প্রকাশ্যে আসতেই সালার ব্লকের এই গ্রামের অন্য বাসিন্দারা আতংকে দিন কাটাচ্ছেন। তবে জেলায় এই প্রথম সংক্রমণে আক্রান্তের খবর মিলল। লক ডাউনের কারনে অবাঞ্ছিত চলাফেরা বন্ধ করার জন্য অনেকে গ্রামের ভিতর দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে প্রশাসনের নজর এড়িয়ে যাতায়াত করছেন।
তাই এই যাতায়াত বন্ধ করতে গাছের ডাল কেটে রাস্তার মোড়ে ফেলে পথ অবরুদ্ধ করেন বাসিন্দারা। যদিও বাসিন্দাদের মতে প্রশাসনের নির্দেশ পালন এখন বাঞ্ছনীয়। প্রশাসনের পক্ষ থেকে পুরো গ্রামকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কারণ বাইরের কেউ যেন গ্রামে ঢুকতে না পারে, এমনকি এই গ্রামের কেউ যেন বাইরে তো দূর হস্ত কোন মানুষ যাতে নিজেদের বাড়ী থেকে না বের হতে পারে তার দিকে নজরদারি রাখা রাখছে পুলিশ।
আরও পড়ুনঃ নিজভূমে ফিরলেন শ্রমিকরা
তবে মেম্বারদের সে বিষয়ে ওয়াকিবহল থাকতে বলা হয়েছে। যদিও পুরো গ্রাম জুড়ে সালার থানার পুলিশের পাখীর নজর রয়েছে। পাশাপাশি এদিন জেলা স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস জানান, “করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়ে সেরূপ কোনও তথ্য পাওয়া যায়নি৷ সংক্রমণের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে পরিবারের সকলকে সালারের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়। তবে বৃহস্পতিবার রাতে প্রমাণিত হয় ওই ব্যক্তি করোনা পজেটিভ। তারপরে শুক্রবারে সালার পুলিশ ও প্রশাসনের তৎপরতায় পরিবারের সকলকে কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584