রাস উৎসব ঘিরে আয়োজক কমিটি- প্রশাসনের বৈঠক

0
72

শ্যামল রায়, নবদ্বীপঃ

সোমবার নবদ্বীপ থানার উদ্যোগে চৈতন্য ভূমি নবদ্বীপের বড় উৎসব রাস উৎসবকে সফল করতে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানাসংলগ্ন প্রত্যেক রাস উৎসবের প্রতিনিধিগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা পুলিশ, স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা অনেকে।

Administration meeting for rash utsav at nabadwip
নিজস্ব চিত্র

এই আলোচনা সভায় উৎসব কমিটির সদস্যরা তাদের সবিস্তারে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত জেলার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা সবিস্তারে আলোচনা করেন। শোভাযাত্রা কিভাবে হবে নবদ্বীপের বড় উৎসবকে কিভাবে সুশৃঙ্খল শান্তিপূর্ণ করা যায় তার জন্য পুলিশের তরফ থেকেও সকলের সহযোগিতার আহ্বান করেছেন।

Administration meeting for rash utsav at nabadwip
নিজস্ব চিত্র

নবদ্বীপ পৌরসভার তরফ থেকে রাস কার্নিভাল কিভাবে সফল করা যায় সে বিষয়েও আলোচনা করেন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা।
এছাড়াও উৎসব সূচনার প্রথম দিনে যাতে শহরজুড়ে পরিক্রমা ঠিকমতো হয় তার ওপর গুরুত্ব আরোপ করেছেন পুলিশের আধিকারিকরা।

Administration meeting for rash utsav at nabadwip
নিজস্ব চিত্র

পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে এবং সেই সাথে থাকবেন আধিকারিক পর্যায়ের পুলিশরা এবং সাদা পোশাকের পুলিশ তাই সকলকে পুলিশের সাথে সহযোগিতা করার জন্য পুজো কমিটির স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন উপস্থিত সকলে।

শোভাযাত্রা যাতে নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী হয় তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিধায়ক আহ্বান জানিয়েছেন মদ বর্জনের, সকলের কাছে সাহায্য প্রার্থনা দাবি করেছেন তিনি।
নবদ্বীপ থানা এলাকায় অনুমোদিত এবং অনুমোদিত ছাড়াও প্রচুর বৈচিত্রময় প্রতিমা নিয়ে মন্ডপ সেজে ওঠে। পাঁচ শতাধিক প্রতিমা দেখতে পান দেশ-বিদেশের ভক্তরা।

নবদ্বীপ ঘাট সহ যে সমস্ত ঘাটগুলো রয়েছে সে সম্পর্কে সতর্ক করেছেন পুলিশ আধিকারিকরা। সেইসাথে দমকল বিভাগ বিদ্যুৎ দপ্তর সহ একাধিক বিভাগকে সাহায্য করবার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার কথা আলোচনা হয়েছে এদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here