সুদীপ পাল,বর্ধমানঃ
গুসকরা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা গাছকে জড়িয়ে ধরে না কাটার আর্জি জানিয়েছিল। খুদে পড়ুয়াদের এই আর্জিতে ব্লক প্রশাসন নতুন গাছ লাগানোর প্রতিশ্রুতি দিলেও ঠিক ছিল পুরনো গাছটি কাটা হবে কিন্তু পড়ুয়াদের আর্জিতে সেই গাছটিও কাটা হবে না। পূর্ব বর্ধমানের গুসকরায় গুসকরা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা নিউজ ফ্রন্টে তুলে ধরা হয়েছিল।
আউসগ্রাম ১ ব্লক কার্যালয় লাগোয়া এই স্কুল। স্কুলের মূল ফটকের সামনে রয়েছে দীর্ঘ দিনের পুরনো একটি কদম গাছ। ব্লক অফিসে সীমানা পাচিল দেওয়া শুরু হওয়ার পর অনেক পুরনো গাছ কাটা পড়ছে। বিদ্যালয়ের পুরনো কদম গাছটি সীমানা পাঁচিল দিতে গেলে কাটা পড়বে এটা জানতে পারার পর এই বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা গাছ না কাটার জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন ব্লক প্রশাসনকে।গাছটিকে জড়িয়ে ধরে না কাটার জন্য লিখিত আর্জি জানিয়েছিল পড়ুয়ারাও।
আরও পড়ুনঃ বন্ধু গাছকে জড়িয়ে ধরে না কাটার আর্জি পড়ুয়াদের
বিডিও চিত্তজিৎ বসু বলছেন, পড়ুয়াদের আর্জিকে সম্মান জানিয়ে গাছটিকে রেখেই পাঁচিল দেওয়া হবে।
বিদ্যালয়ের শিক্ষক বিমলকুমার মন্ডল,গাছটি স্কুলের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে।প্রশাসনের এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন।একই সাথে স্কুলের অভিভাবকরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584