শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
সামনেই বর্ষা। আর তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকে যেকোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে তৎপর হয়েছে প্রশাসন। জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলায় কতটা প্রস্তুত তা দেখে নিতে আজ দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনের সামনে সিভিল ডিফেন্স বাহিনী মক ড্রিল করল।
এই মক ড্রিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, দক্ষিণের জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, বালুরঘাট মহকুমার মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু শুভেন্দুর
আজকের এই মক ড্রিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পনেরো জন সিভিল ডিফেন্স কর্মী,পাঁচ জন স্বাস্থ্য কর্মী, পনেরো জন বালুরঘাট পুররসভার পৌরকর্মী। এই মক ড্রিলে মেগাফোন, বুলেট চ্যান্সেলর, মেগা শ, টেলেস্কপিক পাওয়ার এসেম্বলার, রোটারি এসেম্বলার, ট্রাইপড, গ্লাভস প্রভৃতি ব্যাবহার করে কীভাবে আহত ও অসহায় ব্যক্তিদের উদ্ধার করা যাবে সেই বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকে যেকোনো বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে আগাম প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন ও সিভিল ডিফেন্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584