নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
‘আমার কাজ হয়নি।’ ‘আমি আবাস যোজনার ঘর পাইনি।’ এহেন নানা অভাব অভিযোগের আর্জি সমষ্টি উন্নয়ন আধিকারিক,পুলিশ আধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ গোটা পঞ্চায়েতের কাছে।মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আপনার দুয়ারে প্রশাসন প্রথম আয়োজিত হয় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে।
তৃতীয় তম আপনার দুয়ারে প্রশাসন আয়োজিত হয় নারায়ণগড় ব্লকের কাশিপুর অঞ্চলের তরফবরপন্ড উত্তর প্রাথমিক বিদ্যালয়ে।উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক খানদেকার সফিউদ্দিন আহমেদ,পঞ্চায়েত প্রধান রবিন ধাউড়িয়া সহ একাধিক আধিকারিক।এই আপনার দুয়ারে প্রশাসনের অনুষ্ঠান থেকে এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন আধিকারিক রা।পাশাপাশি কিভাবে তা নিরাময় করা যাবে তা বলেন আধিকারিকরা।
সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র বলেন “আমরা আজকের সভা থেকে প্রায় পঞ্চাশ অধিক অভিযোগ পেয়েছি ও নিয়েছি।আমরা চেষ্টা করছি কিভাবে মানুষের সমস্যার সমাধান করা যায়।আমরা যথেষ্ট সুফল পেয়েছি।আশা করছি মানুষের পাশে দাঁড়াতে পারব।”
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর নিদান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584