নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের চাঁচলে বিশেষভাবে সক্ষম কিশোরীর পাশে দাঁড়াল প্রশাসন। বুধবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে খুশবুকে একটি হুইল চেয়ার দেওয়ার কথা ঘোষণা করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সেই হুইল চেয়ার খুশবুর বাড়িতে পৌঁছেও যায়।
এদিনই তাঁর বাড়িতে গিয়ে খুশবুর বাবা-মার সঙ্গে কথা বলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। হুইল চেয়ার দেওয়ার পাশাপাশি পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, খুশবুর জন্য নতুন জামাকাপড় দেওয়া হয়। হরিশ্চন্দ্রপুরের এক ব্যবসায়ীও খুশবুকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ পরিযায়ী পাখিদের নিয়ে পর্যটন কেন্দ্র তৈরির দাবি গোয়ালপোখরে
স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত খুশবুকে বিশেষভাবে সক্ষমের শংসাপত্র দেওয়ার আবেদন জানিয়েছেন সাংসদ। বছর পনেরোর খুশবু জন্মের পর থেকেই কথা বলতে পারেন না। পারে না হাঁটাচলা করতে। মানসিক ও শারীরিকভাবে বিশেষভাবে অক্ষম। স্বভাবতই মেয়েকে নিয়ে লকডাউনের মধ্যে বিপাকে পড়েছে তাঁর পরিবার।
অসহায় এই পরিবারের বাড়ি চাঁচল-১ ব্লকের নজরুলপল্লিতে। খুশবুর বাবা নাহিদ হাসান পেশায় দিনমজুর। খুশবুর নেই জন্মের শংসাপত্র। যার ফলে আধার কার্ড হয়নি। বিষয়টি পঞ্চায়েত, ব্লক প্রশাসনকে একাধিকবার জানিয়ে কোনও লাভ হয়নি। এবার সাংসদের উদ্যোগে এই পরিবারের বেহাল অবস্থা কিছুটা ফিরে পাওয়ায় খুশি পরিবারের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584