নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জে এক স্কুলছাত্রীর বিয়ে আটকে দিল ব্লক প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জের ভান্ডার পঞ্চায়েতের শেরগ্রাম এলাকার বাসিন্দা এক কিশোরীকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন পরিবারের সদস্যরা। শনিবার বিকালে পুলিশকে মেয়ের বাড়িতে হাজির হন কালিয়াগঞ্জ ব্লকের সমাজকল্যাণ অফিসার দেবব্রত ঘটক, চাইল্ড লাইনের প্রতিনিধি বিপুল দাস।
এদিন বাড়িতে মেয়ের বাবা গরহাজির থাকায় প্রশাসন নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেন। বাল্য বিবাহের উদ্যোগ বন্ধ করার পরামর্শ দিয়ে প্রশাসন মেয়ের মাকে বোঝায়, ১৮ বছর পূর্ণ না হলে মেয়ের বিয়ে দেওয়া কেন আইনত অপরাধ।
আরও পড়ুনঃ ইংরেজবাজারে অবাধ যাতায়াত আটকাতে রাস্তায় গার্ডরেল পুলিশের
১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিলে রাজ্য সরকারের দেওয়া রুপশ্রী প্রকল্পের সুবিধা যেমন মিলবে না, তেমনি স্কুলে পাঠানো বন্ধ করলে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হতে হবে। তাই ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া আইন বিরুদ্ধ কাজ। প্রশাসনের কথা শুনে মেয়ের বিয়ে দেবেন না বলে সম্মত হন তাঁর মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584