নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন

0
76

সুদীপ পাল, বর্ধমানঃ

নাবালিকা মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল পরিবার। সেই মোতাবেক আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। প্রশাসনের কাছে এই খবর যেতে দ্রুত পূর্ব বর্ধমানের গলসি ২ ব্লক প্রশাসনের কর্তারা হাজির হন বিয়েবাড়িতে। সবকিছু খতিয়ে দেখে বিয়ে বন্ধ করেন তাঁরা।

Administration stopped the Marriage of minor
ছবিঃ প্রতিবেদক

গলসি সুজাপুর হাইস্কুলে পড়ত কিশোরী। বর্তমানে স্কুল ছিল না সে। তার বাবা দিনমজুর করে সংসার চালান। গলসি ২ ব্লকের ভুড়ি পঞ্চায়েত এলাকার মেরুয়ালে বছর একুশের যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় তার। মেয়ের পরিবার নিজেরাও জানে যে মেয়ের বয়স ১৮ বছর হয়নি। পাছে কেউ বিয়েতে বাধা দেয় তাই সারুল গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে লুকিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করা হচ্ছিল। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দেখে বিয়ের যাবতীয় আয়োজন সম্পূর্ণ হয়েছে। ভিতরে প্যান্ডেল করে জনা পঞ্চাশেক অতিথির জন্য ভোজের আয়োজন হচ্ছিল।

আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর ভিটে ঘিরে পর্যটন কেন্দ্রের দাবি স্থানীয়দের

তার মধ্যেই বিডিও ফোন করেন ওই কিশোরীর আত্মীয়কে। বিয়ে বন্ধ করতে বলা হয়। যোগাযোগ করা হয় কিশোরীর বাবা-মায়ের সঙ্গে। গলসি ২ এর বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়ের বয়স এখনো ১৮ বছর হয়নি। নির্দিষ্ট সময়ের আগে বিয়ে দেবে না বলে মেয়েটির বাবা-মা মুচলেকা দিয়েছে বলে তিনি জানান। প্রশাসনের কর্তারা পরিবারকে নাবালিকার বিয়ে দিলে কি ক্ষতি হতে পারে, রুপশ্রী প্রকল্পের গুরুত্ব বুঝিয়েছেন বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here