নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
উত্তরপ্রদেশের থেকে হাসিমারাতে আসা কোচবিহারের ৪৫ জন পরিযায়ী শ্রমিককে ঘরে পাঠানোর উদ্যোগ নিল হাসিমারা পুলিশ। উত্তরপ্রদেশ থেকে হাসিমারাতে এসে পৌছায় ৪৫ জন পরিযায়ী শ্রমিক। এরা সবাই কোচবিহার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাত প্রায় ১১ টা নাগাদ এরা হাসিমারা গুরুদুয়ারা এলাকায় এসে পৌছায়। সেখানে তাদের হাসিমারা ফাঁড়ির “কমিউনিটি কিচেনে” খাওয়ানোর ব্যবস্থা করা হয় । উত্তরপ্রদেশের দাদরি এলাকায় সবাই রাজমিস্ত্রির কাজ করত। লকডাউন জারি হবার ফলে আটকে পড়ে। পরবর্তীতে ঐ এলাকার প্রশাসনের সহযোগিতায় তারা কিছু রাস্তা ট্রেনে করে আসে।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সেন্টারে মেয়ের জন্মদিনে মাংস ভাত খাওয়ালেন বাবা – মা
তারপর পাঞ্জিপাড়া অবধি বাসে এবং সেখান থেকে ফের বাসে করে হাসিমারা পৌছায়। হাসিমারায় এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং বাড়ি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584