পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল পুলিশ প্রশাসন

0
33

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

গঙ্গারামপুর রেল স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল পুলিশ প্রশাসন। এদিন গঙ্গারামপুর রেল স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা, খাওয়া দাওয়ার ব্যবস্থা ও তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

helped | newsfront.co
নিজস্ব চিত্র

পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আই সি পূর্ণেন্দু কুমার কুন্ডু, এস আই গৌরব হাঁসদা, এ এস আই প্রদীপ রাজবংশী সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলিন্টিয়ারেরা।

আরও পড়ুনঃ চা বাগানের দুঃস্থ শ্রমিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিলি

দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকশো শ্রমিক বিভিন্ন সময়ে কাজের খোঁজে ভিন্ন রাজ্যে পাড়ি দেয়।  সেখানে ঠিকঠাক ভাবেই চলছিল তাদের কাজ।  কিন্তু করোনা ভাইরাসের জন্য গত ৪৫ দিন ধরে গোটা দেশের সঙ্গে রাজ্য জুড়ে চলছে লকডাউন। এর ফলে সমস্যায় পড়েছে শ্রমিকেরা।

যান চলাচল বন্ধ থাকার জন্য পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে তারা। গত ৬দিন আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দেন দক্ষিণ দিনাজপুর জেলার কিছু শ্রমিক। এদিন বেলা ১২টা নাগাদ তারা এসে পৌঁছায় গঙ্গারামপুর রেল স্টেশন চত্বরে। গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছাতেই তাদের খাওয়ার ব্যবস্থা করেন বিজেপি ও তৃণমূল কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here