নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
গুজরাট থেকে সাইকেল চালিয়ে ফিরে এলেন ১৪ জন পরিযায়ী শ্রমিক। এদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ এলাকায়।গুজরাট থেকে সাইকেল চালিয়ে আসা ১৪জন পরিযায়ী শ্রমিককে ঝাড়গ্রামে খাবার ও নতুন জামাকাপড় দিয়ে বাসে করে বাড়ি পাঠাল জেলা প্রশাসন।
তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। জানা গিয়েছে, তারা সকলেই গুজরাটের রাজকোটে একটি কারখানায় কাজ করতেন। ১৮দিন আগে ৪৪ হাজার টাকা দিয়ে ১১টি সাইকেল কিনে তারা বড়ির উদ্দেশ্যে রওনা দেন। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খন্ড হয়ে এদিন তারা এরাজ্যে ঢোকেন।
আরও পড়ুনঃ করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ দিনাজপুরের ৫ জন
শ্রমিকদের অভিযোগ, গুজরাটের রাজকোট বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন তারা। কিন্তু বেতন দেওয়া হয়নি। এদিকে, এক ব্যক্তি ট্রেনের টিকিট কেটে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন। পরে সাইকেল কিনে বাড়ি ফেরার জন্য ২১০০ কিমি পথ উজিয়ে আসেন এই শ্রমিকরা।
এদিন ৬ নম্বর জাতীয় সড়কে মোহনপুর এলাকায় শ্রমিকদের সাইকেল চালিয়ে যেতে দেখেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি। তাদের লোধাশুলি পথসাথীতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের খাবার ও নতুন জামাকাপড় দেওয়া হয়। সন্ধ্যায় বাসে করে বাড়ি পাঠানো হয়। ১১টি সাইকেল বাসের উপরে বেঁধে দেওয়া হয়েছে। জেলাশাসক বলেন, এই জেলার উপর দিয়ে যারাই হেঁটে বা সাইকেল চালিয়ে আসছেন, তাদের আমরা বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584