বেআইনি ভাবে বালি তোলা রুখতে প্রশাসনের বালিঘাট পরিদর্শন

0
61

শ্যামল রায়,কাটোয়াঃ
পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমান যেখানেই প্রশাসনিক সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই বালি খাদান নিয়ে সরব হয়েছেন কিন্তু আদৌ বালি খাদান নিয়ে সে রকম কোনো সুরাহা হচ্ছে না আজও।শুক্রবার কালনা প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে বালি খাদান ও কয়লা মাফিয়া দের করা হাতে মোকাবেলা করতে হবে পুলিশকে।মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পরেও কেতুগ্রামের নবগ্রামে অজয় একটি বালি ঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আধিকারিকরা।এটুকু লাভ ২ নম্বর ব্লকের নবগ্রামে অজয়ের বালির চরে পরিদর্শনে গিয়েছিলেন কাটোয়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বীরেন্দ্র নাথ দাস ও ব্লক ভূমি আধিকারিক শ‍্যামল সরকার।অভিযোগ যে নবগ্রাম এর মাঠ কালিতলা ঘাট এর কাছে গিয়ে তারা দেখতে পান যে চর থেকে প্রচুর বালি তুলছে এলাকার বেশ কিছু মানুষ যে তারা বালতি কোদাল নিয়ে বালি তুলছে।ফলে আধিকারিকরা কথা বলার আগেই ক্ষুব্ধ এলাকার কয়েকজন মানুষ তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
জানা গিয়েছে যে তাদের তোলা বালি বাইরে বিক্রি নয় এলাকার মানুষের বাড়ি তৈরিতে লাগে তারা নিজেরাই ব্যবহার করেন এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের কিন্তু একথা মানতে নারাজ সরকারি আধিকারিকরা।
মঙ্গলকোটের নবগ্রাম হতে অর্ষা ঘাটে অবৈধ খননের জন্য সম্প্রতি অভিযোগ দায়ের করা হয়েছে থানায় কিন্তু প্রতি ঘাটের সিসিটিভি ফুটেজে দেখা হয় ,কেতুগ্রামের নারেঙ্গা ও মঙ্গলকোটের সাগিরা সহ আরো চারটি ঘাট কে বৈধকরণ করায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।তবে রাজনৈতিক নেতাদের দাবি আগের তুলনায় বর্তমানে কেতুগ্রাম এবং মঙ্গলকোটে বালি খাদান পাচার অনেকটাই বন্ধ হয়ে গেছে।তবে জেলা প্রশাসনের অবশ্য দাবি বেআইনি বালি খাদান গুলি চিহ্নিত করে নিলামে তোলা হবে এবং অনেকটাই হয়ে গেছে গত আর্থিক বছরে ৬৮ টি বিয়ায় নিবাহী খাদান চিহ্নিত করে ৮০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছিল।এ বছর আরও কয়েকটি খাদান চিহ্নিত করা হয়েছে।আগামী বছর রাজস্ব আয় অনেকটাই বেশি বাড়বে।জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশমতো বেআইনি বালি খাদান এবং অতিরিক্ত বালি আটকাতে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরের দিনই রমরমিয়ে চললো চোলাই মদের ব্যবসা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here