পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সম্পন্ন করার লক্ষ্যে রায়গঞ্জ শহরের পুজো মন্ডপ ও প্রতিমা নিরঞ্জনের ঘাট পরিদর্শন করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ও রায়গঞ্জ পুরসভা।
পরিদর্শনকারী দলে ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা,জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার।প্রতিমা নিরঞ্জনের জন্য নির্দিষ্ট করা বন্দর শ্মশ্মানঘাট ও খরমুজাঘাটের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি রায়গঞ্জ শহরের বিগ বাজেটের পুজো মন্ডপ পরিদর্শন করেন তাঁরা।
পুজোর আর মাত্র বাকি কয়েকটা দিন।লক্ষ দর্শনার্থী মন্ডপে মন্ডপে ঘুরে প্রতিমা দর্শন করবেন।পুজোয় আনন্দ উৎসব করবেন।উত্তর দিনাজপুর জেলায় ছোট বড় ক্লাবের ও বাড়ির পুজো মিলিয়ে প্রায় এক হাজার দুর্গাপুজো হয়ে থাকে।
এরমধ্যে রায়গঞ্জ শহরের বিগ বাজেটের পুজো সব চাইতে বেশি হয়ে থাকে।পুজোর কটা দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় রায়গঞ্জের পুজো মন্ডপগুলিতে।মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্নভাবে পুজো দেখতে পারেন সেজন্য বৃহস্পতিবার শহরের বিগ বাজেটের পুজো মন্ডপগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শন করেন উত্তর দিনাজপুর জেলাশাসক।
জেলা পুলিশ সুপার এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা।জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন সাধারন মানুষ সুষ্ঠুভাবে মন্ডপে মন্ডপে ঘুরে পুজা দেখতে পারেন এবং পুজার আনন্দ উপভোগ করতে পারেন সেকারনে বড় বড় পুজো মন্ডপগুলির পরিকাঠামো পরিদর্শন করার পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের ঘাট পরিদর্শন করা হল।
জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন৷পুজো মন্ডপগুলিতে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সব রকমের ব্যাবস্থা গ্রহন করা হবে। সেগুলির পরিকাঠামো খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন।
তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন,”মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় রায়গঞ্জ পুরসভা পরিবার রায়গঞ্জের মানুষকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুজা উপহার দিতে দায়বদ্ধ।সেই দায়বদ্ধতা থেকেই পুজোয় সার্বিক পরিষেবা স্বাভাবিক রাখতে আমরা উদ্যোগ নিয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584