পুকুর চুরি রুখে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনের উদ্যোগ

0
98

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

বহরমপুর থানার গোরাবাজার এলাকার শেখপাড়ায় দীর্ঘদিন ধরে একটি পুকুর ভরাট করার চেষ্টা চলছিল।রাতের অন্ধকারে মাটি ফেলা থেকে শুরু করে আবর্জনা ফেলে পুকুর ভরাটের পক্রিয়া চালাচ্ছিল কিছু দুষ্কৃতী।

administration's initiative to restore the stolen pond
শ্রী মুকেশ,জেলা পুলিশ সুপার।নিজস্ব চিত্র

আজ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অর্ধেক ভর্তি হওয়া পুকুরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

administration's initiative to restore the stolen pond
নিজে দাঁড়িয়ে কাজের তদারকি জেলা পুলিশ সুপারের।নিজস্ব চিত্র

শ্রী মুকেশ জানান,বহরমপুরে মোট ১১টি পুকুর ভরাট করার অভিযোগ জমা পড়েছে।এই অভিযোগে মোট ১২ জনকে পুলিশ গ্রেফতারও করেছে।দুটি পুকুরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার পক্রিয়া শুরু করা হয়েছে।এই পুকুরটি তৃতীয় পুকুর যেটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার পক্রিয়া শুরু করা হল।তিনি আরও জানান যে,নির্বাচন পক্রিয়া চলাকালীন সময়ে এই পুকুরটি ভরাট করার পক্রিয়া শুরু হয় তখন সেই পক্রিয়া বন্ধ করা হয়।আজকে সেটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার পক্রিয়া শুরু হল।

আরও পড়ুনঃ পরিবেশ সচেতনতা অভিযান

administration's initiative to restore the stolen pond
নিজস্ব চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য যে বহরমপুর পুরসভা এবং পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় জমি দালাল এবং প্রমোটারদের একটি চক্র কাজ করছে যারা পুকুর ভরাট করে সেই জায়গা চড়া দামে বিক্রি করছে।এমনকি বহরমপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চালতিয়া বিলও ভরাট করে বিক্রি করে দিচ্ছে অসাধু জমি ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here