শ্যামল রায়,কাটোয়াঃ
যে সমস্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তিন বছরের অধিক সময় ধরে বিভিন্ন ব্লক অফিসে বিডিও হিসাবে কাজ করেছেন তারা সকলেই বদলি হয়ে গেলেন।কাটোয়া কালনা মহকুমার মোট দশটি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকের বিডিও বদলি হয়ে গেলেন।
আগামী বুধবার থেকে নতুন বিডিও সকলেই দায়িত্বভার বুঝে নেবেন।
মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে কালনা মহকুমার পূর্বস্থলী ১ ও ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বদলি হয়ে গেলেন।পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় বদলি হয়ে গেলেন নদীয়া জেলার চাকদহ ব্লক অফিসে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকে যোগদান করলেন রামপুরহাটের বিডিও নিতীশ বালা।অন্যদিকে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও সোমনাথ দে’র জায়গায় যোগদান করলেন লাভপুরের বিডিও জীবন কৃষ্ণ বিশ্বাস।কাটোয়া মহাকুমার পাঁচটি ব্লকের মধ্যে তিন ব্লকের বিডিও বদলী হয়ে গেলেন। কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও’র জায়গায় এলেন মোহাম্মদ বদরুদ্দজা।কাটোয়া ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিবাশিষ সরকারের জায়গায় এলেন শমিক পানি গ্রাহী।
আরো পড়ুনঃ টসে জিতে তৃণমূলকে হারিয়ে বোর্ড গঠন তৃণমূলের
কেতুগ্রাম ১ নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে যোগদান করলেন দুবরাজপুরের বিডিও বর্ণালী রায়।সারা রাজ্যের সাথে প্রতিটি জেলায় বিডিও অফিসে বিডিও বদলি হয়ে গেলেন।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে এটা নিয়মমাফিক বদলি।তাই বিভিন্ন ব্লকে বিডিও বদলি হওয়ার নির্দেশ পাওয়ার সাথে সাথে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং মিষ্টিমুখ চলল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584