দাড়িভিট স্কুল থেকে পোস্টার খুলতে গিয়ে বাধার মুখে পড়ল প্রশাসন

0
155

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

moved poster from darivit school 5
পোস্টার খুলতে চেষ্টা। নিজস্ব চিত্র

হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও উত্তর দিনাজপুর জেলার দাড়িভিট হাই স্কুল থেকে পোস্টার সরাতে ব্যর্থ হয়েছে মহকুমা প্রশাসন।প্রথমে দাড়িভিট হাই স্কুলের প্রধান শিক্ষক সহ বাকি শিক্ষক-শিক্ষিকারা ধরনা মঞ্চে থাকা নিহতের পরিবারের কাছে পোস্টার খুলে নেওয়ার আবেদন জানায় এবং পরে ইসলামপুরের মহকুমা শাসক নিজে এসে ধরনা মঞ্চে থাকা নিহতের পরিবার ও গ্রামবাসীদের হাইকোর্টের নির্দেশ পালনে পোস্টার খোলার বিষয়ে আবেদন জানালেও তারা সেই আবেদনে সাড়া দেয় নি।

moved poster from darivit school 6
নিহত ছাত্রের পরিবারের সাথে মহকুমাশাসক। নিজস্ব চিত্র

আজ দুপুরে পূনরায় মহকুমা শাসক মনিশ মিশ্র বিদ্যালয়ের মৃত দুই পরিবারের লোকেদের সাথে কথা বলেন এবং আইনে নির্দেশের সম্পর্কে বোঝান।শেষ মেষ মৃত পরিবারের লোকেরা স্কুল থেকে মৃত দুই ছাত্রের পোস্টার খুলে নিতে রাজি হন।এই দিন দুপুরেই স্কুলের গেট থেকে মৃত দুই ছাত্রে পোস্টার খুলতে গেলে বিপত্তি ঘটে।মৃতের দুই পরিবার পোস্টার খুলতে রাজি হলেও এবারের প্রশাসনকে ছাত্র ছাত্রীদের বাধার মুখে পড়তে হয়।ছাত্র ছাত্রীদের অভিযোগ যতক্ষন না সিবিআই দিয়ে তদন্ত না হয় ততক্ষন তারা পোস্টার খুলতে দেবে না।

moved poster from darivit school 2
পোস্টার খুলতে বাধা ছাত্রীদের। নিজস্ব চিত্র

কোর্ট কোন ভাবেই তাদের রায় ছাত্র ছাত্রীদের উপরে বসাতে পারবে না বলে জানান ছাত্রী জয়ন্তী মন্ডল।

moved poster from darivit school 4
মনিশ মিশ্রা ( মহকুমা শাসক)। নিজস্ব চিত্র

এদিকে মহকুমা শাসক মনিশ মিশ্র জানান,মৃত দুই পরিবারের লোকেদের বুঝিয়ে কোর্টের নির্দেশিকা বোঝাতে পেরেছেন৷সেই ভাবে স্কুলের ছাত্র ছাত্রীদের বোঝাতে পারবেন।

moved poster from darivit school 3
মঞ্জু বর্মন ( মৃত তাপস বর্মনের মা)। নিজস্ব চিত্র

অপরদিকে মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন জানান,আদালতের নির্দেশ মতো তারা স্কুল থেকে তাদের মৃত দুই ছাত্রের পোস্টার খুলে নিতে রাজি হয়েছেন। তাদের সিবিআই তদন্তের দাবি থাকবেই।

moved poster from darivit school 1
জয়ন্তী মন্ডল ( ছাত্রী)। নিজস্ব চিত্র

এদিনে শেষমেষ স্কুলের ছাত্র ছাত্রীদের বাধার মুখে পড়ে আজকের মতো ফিরে যেতে হয় মহকুমা শাসককে।

আরও পড়ুনঃ ভারতবর্ষের কন্যা সন্তানের মৃত্যু বাড়াচ্ছে লিঙ্গ বৈষম্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here