শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার বালুরঘাটে এলেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়।
এদিন সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি।
এদিনের বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে, রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ সহ অন্যান্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুনঃ করোনা নিয়ে সচেতনতা বাড়াতে শিলিগুড়িতে টাস্কফোর্সর বৈঠক
প্রশাসনিক সভা শেষে তিনি জানান, ‘বর্তমানে জেলায় ভয়াবহ পরিস্থিতি চলছে। স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে। সাংবাদিকদের কাছে সব খবর দেবার কথা বলা হয়েছে।
পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য পৌঁছোচ্ছে না। এতে জেলায় বিভ্রান্তি ছড়াচ্ছে।’ তিনি জানান, ‘বালুরঘাটের করোনা টেষ্টের জন্য একটি পরীক্ষা কেন্দ্র তৈরী করার কথা।’ জেলা স্বাস্থ্য আধিকারিককে তৈরি করার কথা বলা হয়েছে বলে জানান উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584