কবির হোসেন, মুর্শিদাবাদঃ
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিষয়ে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিদের সাথে বিডিওর নেতৃত্বে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। আজ সোমবার দুপুরে সালার বিডিও অফিসের কনফারেন্স রুমে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও আশিস মণ্ডল, সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ইন্দ্রনীল মহন্ত, সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক শিশির সর্দার, এছাড়া সালার ব্লকের অন্তর্গত বারোটি উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধিরা।
পরীক্ষা সুষ্ট ভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সরকারি নির্দেশিকা যথাযথভাবে পালন করা হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য বলা হয়। প্রশ্নপত্র বন্টন থেকে খাতা জমা করার সময় বিস্তারিতভাবে আলোচনা করা হয় এছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত ও নির্দেশ যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয় সে বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় এদিন।
তাছাড়া বিদ্যুৎ সংযোগ এবং মেডিকেল সমস্যার কথা ভেবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষ কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ সালার মুজাফফর আহমেদ কলেজে রক্তদান শিবির
এই কুইক রেসপন্স দলে বিদুৎ বিভাগের কর্মীদের একটা দল সব সময় পরিষেবা ব্যাহত না সেই দিকে নজর রাখবে। ঠিক সেই রকমভাবে কোন পরিক্ষার্থী অসুস্থ বোধ করলে পরীক্ষা কেন্দ্রেই চিকিৎসার বিশেষ ব্যবস্থা করার জন্য বিশেষ টিম রাখা হবে। যাতে পরীক্ষার্থীরা ভালো ভাবে পরীক্ষা দিতে পারে সেইসব বিষয়েই নজর রাখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584