রেপো রেটের সাথে এমএসএফ রেটও অপরিবর্তিত রাখল RBI, হেরফের হবে না ইএমআই-এও

0
43

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। অপরিবর্তিত থাকলো রিজার্ভ ব্যাংকের রেপো রেট ও রিভার্স রেপো রেট।

Shaktikanta Das
সৌজন্যেঃ এএনআই

রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাঁকে রেপো রেট বলা হয় ও রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলা হয়। এই হার অপরিবর্তিত রাখলো রিজার্ভ ব্যাংক অর্থাৎ রেপো রেট ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই থাকছে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

গত বছর মার্চ মাস থেকে করোনা সংক্রমণ ও টানা লকডাউনের ফলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। অর্থনীতির এই অবনমন সামাল দিতেই রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হচ্ছিল। জুন মাসেও মনিটারি পলিসি কমিটি সুপারিশ করেছে রেপো রেট অপরিবর্তিত রাখার।

আরও পড়ুনঃ নিরাপত্তা পরিষদের বৈঠকে ৯ আগস্ট সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ এদিন জানান, “জুন মাসে মনিটারি পলিসি কমিটি যে পরিমাণ আর্থিক বৃদ্ধির আশা করেছিল, তার তুলনায় বেশি আর্থিক বৃদ্ধি হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি।” ২০২১-২২ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি)-র পূর্বাভাস ৯.৫ শতাংশই রেখেছে আরবিআই।

আরও পড়ুনঃ এসেনশিয়াল ডিফেন্স সার্ভিসে যুক্ত সংস্থাগুলি ধর্মঘট করলে রোধ করতে পারবে সরকার, বিল পাশ রাজ্যসভাতেও

২০২১-২২ অর্থবর্ষে গ্রাহক মুদ্রাস্ফীতির হার ৫.৭ শতাংশ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আরবিআই। দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার ৫.৯ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে এই হার ৫.৩ ও চতুর্থ ত্রৈমাসিকে ৫.৮ শতাংশ থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রথম ত্রৈমাসিকে সিপিআই মুদ্রাস্ফীতির হারের পূর্বাভাস ছিল ৫.১ শতাংশ।আরবিআই এমএসএফ রেটও অপরিবর্তিত রাখছে, ফলে ইএমআইয়ের ক্ষেত্রেও কোন পরিবর্তন হচ্ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here