নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় যে হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, এই পরিস্থিতিতে এলাকার মানুষের সুরক্ষার কথা ভেবে রবিবার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিডিও অফিসে বৈঠক হয় ৷
মূলত সম দূরত্ব বজায় রেখে বাজারহাট বসানো এবং যেসব এলাকায় সংক্রমণের সংখ্যা বেশি সেই সব এলাকায় র্যাপিড টেস্টের জন্য বসানো হবে ক্যাম্প, এমনটাই জানা যায় প্রশাসনের তরফ থেকে ৷ এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা ৩ নম্বর ব্লক আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা সহ অন্যান্য ব্লক আধিকারিক বৃন্দ৷
আরও পড়ুনঃ দেশের কৃষকদের জন্য ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর
এইদিন বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা বলেন “আমরা সমস্ত ব্লক স্তরের প্রশাসনকে নিয়ে বৈঠক করলাম, মূলত এলাকার মানুষের সুরক্ষার কথা ভেবে সমস্ত বাজার হাটে সম দূরত্ব বজায় রেখে যাতে সাধারণ মানুষ বাজার হাট করতে পারে সেই রকম ভাবেই বাজার হাট সাজানো হবে একটি ফাঁকা জায়গায় ৷
অন্যদিকে যেসব এলাকায় সংক্রমণের সংখ্যা বেশি সেসব এলাকার উপর নজর রাখা হবে, এছাড়াও যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে র্যাপিড টেস্টের জন্য বসানো হবে ক্যাম্প “৷এমনটাই বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584