নেতাজি পৌরবাজারের ভগ্ন অবস্থা পরিদর্শনে প্রশাসনিক কর্মকর্তারা

0
85

হরষিত সিং, মালদহঃ
ভগ্নদশা মালদা নেতাজি পৌর বাজারের। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ, সেই বাজার পরিদর্শন করলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার পৌরপতি ও বিধায়ক নিহাররঞ্জন ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু,স্থানীয় কাউন্সিলর আশিস কুন্ডু,সুভময় বসু সহ অন্যান্য আধিকারিক ও ব্যাবসায়ীরা।বাজারের বিভিন্ন ব্লক পরিদর্শনের পাশাপাশি ৩৪নং জাতীয় সড়ক সংলগ্ন ফুটপাথে বসে থাকা অস্থায়ী বাজারও পরিদর্শন করেন তারা।

ব্যবসায়ীদের সাথে কথা বলছেন জেলা শাসক। ছবিঃ অভিষেক দাস

পরিদর্শনের পর জেলা শাসক কৌশিক ভট্টাচার্য বলেন, বাজারের ভবনগুলির খুব খারাপ অবস্থা। আগামী ১৯ তারিখ প্রশাসনিক বৈঠকে এই নিয়ে আলোচনা করা হবে।শীঘ্রয় ভবনের সংস্কারের কাজ শুরু করা হবে।
এই ঘটনায় মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, বাজারের প্রত্যেকটি ব্লকেরই অবস্থা খুব খারাপ। জীবনের ঝুঁকি নিয়ে ব্যাবসা করছে ব্যাবসায়ীরা। ভবনের ছাদের অবস্থা খুব খারাপ।
৩৪ নং জাতীয় সড়কে অবৈধ বাজার বসায় যান চলাচলের সঙ্গে মানুষ চলাচলে সমস্যায় পরতে হয়।তবে একদিকে যেমন বেহাল দশা বাজারের ভবনগুলির,অন্য দিকে ৩৪ নং জাতীয় সড়কে অবৈধ ভাবে বাজার বসে ব্যাবসা করার জন্য প্রতিদিন যানজটের সৃষ্টি হয় মালদা শহরের রথবাড়ি এলাকায়। প্রতিদিন সমস্যায় পরতে হয় সাধারন মানুষদের।
বাজার পরিদর্শন করার পর জেলা শাসক আশ্বাস দিয়েছেন, দ্রুত সংস্কারের কাজ শুরু করার।পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ জানান,”সমস্ত দিক খতিয়ে দেখা হল,বহুদিনের এই পুরনো বাজাররের অবস্থা আশঙ্কাজনক।যত তাড়াতাড়ি সম্ভব এই ভবনের কাজ শুরু করে ব্যবসায়ীদের পাশে থাকব।”

আরও পড়ুনঃ থানায় মহকুমা শাসকের দাদাগিরি,পাল্টা হেনস্থার অভিযোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here