নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
যখন মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে সারাদেশ আতঙ্কিত। এই পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধ মেনে বিভিন্ন সরকারি কাজকর্ম চলছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে বিধি নিষেধ মেনে বিশ্বকর্মা পুজোর আরাধনার পাশাপাশি সম দূরত্ব বজায় রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও করা হয়েছে ৷
তবে হলদিয়া মহকুমার এলাকায় নয়াচর দ্বীপে তৎকালীন বামফ্রন্ট সরকার বিভিন্ন প্রকল্পের কথা ভেবেছিলেন। মা মাটি মানুষের সরকার ক্ষমতায় এসে ট্যুরিজমের কথা ভেবেছিলেন এই নয়াচর কে কেন্দ্র করে ৷
আরও পড়ুনঃ জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহারে চালু ন্যায্য মূল্যের আলুর দোকান
পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া থানার অন্তর্গত নয়াচর দ্বীপে এখন মৎস্য চাষ প্রকল্প চলছে। সেই হলদিয়ার নয়াচর দ্বীপ পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, জেলা সভাধিপতি দেবব্রত দাস, হলদিয়ার অতিরিক্ত পুলিস সুপার পার্থ ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584