সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত নোদাখালির থানার পুলিশ রাস্তায় রুট মার্চ ছাড়াও গৃহিণীর হেঁসেলে পৌঁছে গিয়েছে ফোন নম্বর সহ।
গৃহিণীদের কাছে থেকে খোঁজ নিচ্ছেন কোন দলের কেউ বা অন্য কেউ হুমকি বা ভয় দেখাচ্ছে কি না। যদি কেউ এমন করে থাকে তাহলে ফোন নম্বরে ফোন করবেন সম্পূর্ণ নির্দ্বিধায়, পাশাপাশি নাম গোপন থাকবে এবং পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবে পুলিশ। রাজ্য পুলিশের এমন কাজে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে গৃহিণীরা।
পাশাপাশি সরকারি সম্পত্তিতে যে কোন পার্টির চিহ্ন বা নাম মুছে দেওয়া হচ্ছে পুলিশ সহ সরকারি আধিকারিকের উপস্থিতিতে।এতে আনন্দিত এলাকার মানুষজন।পুলিশ সূত্রের খবর অনেকে অভিযোগ দায়ের করেছেন তার দেওয়ালের নাম লেখা নিয়ে, যেখানেও পৌঁছে গিয়ে নাম ও চিহ্ন মুছে দিচ্ছে।
আরও পড়ুনঃ প্রচারের প্রথম দিনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দেব
সকাল বিকেল নোদাখালি থানার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি পাড়ায় প্রতিটি ঘরে পৌঁছে যাচ্ছে রাজ্য পুলিশ।এলাকার মানুষ জন জানান যে, ‘রাজ্যের মধ্যে এই প্রথম কোন থানা কোন পার্টির চিহ্ন বা নাম মুছে দিচ্ছে এতে আমরা অত্যন্ত খুশি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584