নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দীর্ঘদিন ধরে রেশন ডিলারের দূর্নীতিসহ গ্রাহকদের দুর্ব্যবহারের অভিযোগ পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান গ্রাহকের ছদ্মবেশে রবিবার সকালে উদয় হলেন রেশন ডিলারের কাছে।সেখানে রীতিমত স্বচক্ষে তিনি দেখেন,যেই মাপ যন্ত্র দিয়ে গ্রাহকদের কেরোসিন তেল দেওয়া হয়।
সেই মাপ যন্ত্রটি বাকা রয়েছে অর্থাৎ যাতে কম কেরোসিন গ্রাহকদের কাছে পৌঁছায় সেইরকমই পথ তৈরি করে নিয়েছিলেন ডিলার।শুধু তাই নয় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রেশন ডিলারের কাছে তাদের রেশন সামগ্রী নেওয়ার লক্ষ্যে এগোলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো।
আরও পড়ুনঃ রেশন দোকানে হানা খাদ্য কর্মাধ্যক্ষের
এছাড়াও ঘন্টার পর ঘন্টা গ্রাহকরা লাইনে থাকা সত্ত্বেও তিনি তার দোকান ছেড়ে বাড়িতে চলে যেতেন টিফিন খাওয়ার উদ্দেশ্যে এমনই অভিযোগ উঠে এসেছে রেশন ডিলারের। অবশেষে কর্মাধ্যক্ষের হাতে পড়ে হতভম্ব হয়ে পড়েন রেশন ডিলার রামপদ মাঝি।
অবশেষে রাম পদ মাঝি খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানের সমস্ত অভিযোগ শুনে সেগুলি শোধরানোর চেষ্টা করেন।খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানের বক্তব্য,”এই রেশন ডিলারের নামে ভুরি ভুরি অভিযোগ আমার কাছে এসে পৌঁছাচ্ছে তাই স্বচক্ষে দেখার লক্ষ্যেই আমার এই কর্ম।” যদিও এই কর্মকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584