রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
করোনার জেড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ নামা অনুযায়ী ২৩ শে মার্চ বিকেল চারটের পর থেকে লকডাউন করা হয়েছে। এই লকডাউন চলবে ৩১শে মার্চ রাত্রি ১২ টা অবধি। লকডাউনের জেড়ে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে লকডাউনের জেড়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত দোকানপাঠ।
পুলিশের তৎপরতায় বন্ধ করা হয়েছে সমস্ত কিছু। বাইরে থেকে যে সমস্ত লরিগুলি আসছে সেগুলোকে আটক করা হচ্ছে। যাদের যাওয়ার নির্দেশ রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাকিদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল বিকেল থেকে শুরু করে মাঝ রাত্রী পর্যন্ত চলেছে পুলিশের টহলদারি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে।
আজ সকাল থেকেও সেই টহলদারি জারি রয়েছে। দুই যুবক যারা কৃষ্ণনগর যেতেন তাদের একটি গাড়ীর ব্যবস্থা করে দিলেন, যাতে তারা বাড়ি ফিরতে পারেন। তবে সতর্কতা জারী সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘুরছে সাধারণ মানুষ। এই চিত্রটি মুর্শিদাবাদের সুতি এলাকায়। সকাল থেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সাধারন মানুষ।
আরও পড়ুনঃ লকডাউন ভেঙে কোচবিহারের রাস্তায় বিজেপি
প্রসাশনকে উপেক্ষা করেই চলছে সমস্ত কাজ। বার বার মাইকিং করা সত্বেও বাইরে বেরিয়ে আসছে সাধারন মানুষ। টহলদারীর জেড়ে সড়ে গেলেও পুনরায় একজোট হচ্ছেন সকলে। এই ভাবেই প্রশাসনের কড়া নজরদারিতে ভিন্ন ভিন্ন রূপ উঠে এলো মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584