নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
জেলায় একের পর এক জায়গায় চলছে জল ধরো অভিযান। আজ মুর্শিদাবাদ থানার কিছু জায়গায় নিউরোলজিস্টদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থানার পুলিশের সহযোগিতায় কিছু ওয়ার্ড এর অবৈধ জলের কারখানায় অভিযান চালানো হয়।
রওশনবাগ এর মিরাজ শেখের ফ্যাক্টরিতে যখন তল্লাশি চালানো হয়, তখন মিরাজ শেখ কাগজ বের করার নাম করে পালিয়ে যায়।
৪ টি জলের আরো বাজোয়াপ্ত করা হয়। সকলেরই কোনও বৈধ কাগজ নেই। রতনপুর ১ নম্বর ওয়ার্ডের অতসী মন্ডল, স্বামী আদিত্য নারায়ণ মন্ডলের বাড়ি সার্চ করতে গেলে সেইখানে প্লান্ট এর পাশে খারযুক্ত লবণ পাওয়া যায় ৪ টে প্লান্টের মধ্যে ২ টি প্লান্ট চালু ছিল, ২ টি প্লান্ট বন্ধ ছিল।
আরও পড়ুনঃ ধসে যাচ্ছে ঢালাই রাস্তা,উদাসীন প্রশাসন
ওই ২ টি প্লান্ট অনেকদিন থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আজ অতসী মন্ডল, স্বামী আদিত্য নারায়ণ মন্ডলকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাড়ির ভিতরে ছোটো ঘরে প্লান্ট করে ব্যবসা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে জল তৈরির ব্যবসা। কারোর কোনও প্রয়োজনীয় কাগজ নেই। শহরের সমস্ত অবৈধ জলের প্লান্ট বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এ দিন। আজ ৪ টি প্লান্টকে বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584