বন্যা মোকাবিলায় জেলাশাসকের আগাম বৈঠক

0
57

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্লক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন জেলাশাসক।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত জেলার জেলাশাসককে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেদিনই তিনি জেলাশাসকদের নির্দেশ দিয়েছিলেন জেলাস্তরে অভ্যন্তরীন প্রস্তুতি চুড়ান্ত করার। সেই পরিপ্রেক্ষিতেই বৃহষ্পতিবার ব্লকগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন জেলাশাসক রশ্মি কোমল।

district meeting | newsfront.co
নিজস্ব চিত্র

সেই বৈঠকেই হাজির ছিলেন জেলা থেকে নির্বাচিত মন্ত্রী সৌমেন মহাপাত্র। হাজির ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিকরা।

সৌমেনবাবু জানান, বর্ষার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে বন্যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু বিভিন্ন জলাধারগুলি থেকে অপরিকল্পিতভাবে একসঙ্গে প্রচুর পরিমাণ জল ছাড়ার কারনেই সমস্যা সৃষ্টি হয়। রাজ্যকে না জানিয়ে জল ছাড়া যাতে না হয় সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হলে নিজেদেরকেও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদান

minister soumen mahapatra | newsfront.co
মন্ত্রী সৌমেন মহাপাত্র। নিজস্ব চিত্র

বিশেষ করে ঘাটাল, দাসপুর, সবং, পিংলা, দাঁতন থেকে শুরু করে যেসব ব্লকগুলিতে বন্যার সম্ভাবনা বেশী থাকে, সেইসব ব্লকগুলিতে বাড়তি নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আপতকালীন ত্রাণশিবির তৈরি হলে সেখানে বেবীফুড, খাবার দাবারের রসদ থেকে শুরু করে ত্রাণসামগ্রী যাতে মজুত থাকে সেই ব্যবস্থাও করা হচ্ছে।

আরও পড়ুনঃ কৃষকদের ঋণ মকুবের দাবিতে বিডিওকে স্মারকলিপি

জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঘাটালে একটি জলের পাউচ তৈরির মেশিন বসানো হয়। স্বাস্থ্য বিভাগকেও বলা হয়েছে যাতে সাপের কামড়ের ইঞ্জেকশন থেকে শুরু করে অন্যান্য ওষুধপত্রও মজুত রাখা হয়।’ সৌমেনবাবুর দাবি, পরিস্থিতি মোকাবিলায় তৈরি জেলা প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here