শিলিগুড়িতে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি, ব্যাপক চাঞ্চল্য

0
39

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের রামকৃষ্ণপল্লিতে দিনে দুপুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

Adventure robbery in siliguri on daylight | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এদিন দুপুরে সাগর পালের বাড়িতে শুধু তার স্ত্রী ও নাতনি ছিলেন। তার স্ত্রী স্নান করছিল ও নাতনি অন্য ঘরে ফোনে গেম খেলছিল। তখন বাইরে থেকে কেউ বা কারা গিয়ে বাথরুমের দরজা আটকে দেয়। সাগরবাবুর স্ত্রী চিৎকার করতে থাকেন।

অপরদিকে তার নাতনি সাগরবাবুকে তড়িঘড়ি ফোন করেন। ফোন পেয়ে বাড়ি ছুটে যান সাগরবাবু। এরপর বাড়িতে গিয়ে দেখেন, ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে।

আরও পড়ুনঃ প্রচুর নিষিদ্ধ মাদক উদ্ধার, বড়সড় সাফল্য পুলিশের

কোনো কিছু বুঝে উঠতে না পেরে খবর দেন বিধাননগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ।

এই বিষয়ে সাগর বাবু বলেন, ‘নগদ ১৬ হাজার টাকা ও প্রায় ৪০ থেকে ৫০ ভরি সোনার গয়না চুরি গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here