নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
একটি ইলেকট্রনিক্সের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া লালবাজার এলাকায়। রাতের অন্ধকারে একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে বেশ কিছু মোবাইল ও ক্যাশ বাক্স থেকে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার সেকেন্ড ফিডা রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ইলেকট্রনিক্সের ওই দোকানে রাতের অন্ধকারে ফলস সিলিং ভেঙে চোরের দল প্রবেশ করে এবং দোকান থেকে বেশকিছু মোবাইল ও ২০,০০০-২৫,০০০ টাকা নিয়ে চম্পট দেয়।
আরও পড়ুনঃ ব্যাঙডুবি ফরেস্ট থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ
আজ সকালে দোকান মালিক বাঁকুড়া সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। তদন্তের সময় বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয় ওই দোকানের সিলিং এর উপর থেকে।
তবে এই ঘটনা কে বা কারা ঘটাল, অথবা ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত রয়েছে সেই নিয়ে এখনও ফয়সলা হয়নি কিছুই। তবে রাতের অন্ধকারে বাঁকুড়ার মতো ব্যস্ত শহরে চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর দাবিতে পথ অবরোধ শিক্ষার্থী-সহ অভিভাবকদের
দেবেন্দ্র আগরওয়াল নামে দোকানের এক কর্মী বলেন, ‘অন্যান্য দিনের মতো গতকালও যথারীতি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি। আজ সকালে এসে দেখি উপরের সিলিং ভাঙা, ১৫-২০ টা মোবাইল উধাও হয়ে গিয়েছে এবং ২০,০০০-২৫,০০০ টাকা লুট হয়েছে।’
তবে এই ঘটনার সঙ্গে পরিচিত কেউ আছে বলেই মনে করছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584