মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি গড়বেতায়

0
72

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

adventurous robbery with firearms at gorbetai
নিজস্ব চিত্র

আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে,মারধর করে ডাকাতি।আলমারি ভেঙে বারোভরি সোনা ও নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে পালাল ডাকাতের দল।ঘটনাটি ঘটেছে গড়বেতার গুইয়াদহতে।জানা গেছে,সিপিএমের জোনাল কমিটির সম্পাদক স্বপন বারিকের বাড়িতে আজ ভোররাত্রে ৬-৭ জনের একটি ডাকাতের দল আসে।প্রথমে তারা বাড়ির বাইরে শাবল দিয়ে শাটার ভাঙে,পরে ঘরের দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে ডাকাতের দলটি।সেই সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন স্বপন বারিকের ভাই রঞ্জন বারিক ও তার স্ত্রী। ডাকাত দলটির প্রত্যেকের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র।ডাকাত দলটি রঞ্জন বারিককে রড দিয়ে বেধড়ক মারধর করে,আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে আলমারি ভেঙে তারা সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে যায়।গুরুতর আহত রঞ্জন বারিককে ভর্তি করা হয়েছে মেদিনীপুরে একটি বেসরকারি নার্সিংহোমে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়বেতা থানার পুলিশ।ডাকাত দলটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: বিধানসভার ডেপুটি স্পিকারের পদে আসছেন সুকুমার হাঁসদা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here