অমৃত চন্দ, কোচবিহারঃ
আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দিনহাটার ১৪ নম্বর ওয়ার্ডে।
ঘটনার বিবরণে জানা যায়, পেশায় শিক্ষক সুজিত পাল কাল সপরিবারে পিকনিক করতে দিনহাটার বাইরে গিয়েছিলেন সকাল ৭ টা নাগাদ। সারাদিন বাইরে থাকার পর বাড়িতে ফেরেন রাত ৮ টায়। ফিরে দেখেন বাড়ির মেইন দরজা ভেতর থেকে বন্ধ করা আশঙ্কা হওয়ায় প্রতিবেশীকে ডাকেন তাদের সাহায্যে বাড়ির পেছনে যান পাশের বাড়ির দেওয়াল টপকে সেখানে দেখতে পান পেছনের জানালা ভেঙে গ্রীল দুমড়ে মুচড়ে ভেঙে দুষ্কৃতী ভেতরে ঢোকে এবং নগদ ৩০ হাজার টাকা এবং সাথে কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
পাশেই থাকা এক গোডাউন এর সিসিটিভি ক্যামেরা সচল থাকায় তার ফুটেজে ধরা পড়ে সেই চিত্র, দুপুর ১২:১৩ নাগাদ এক ব্যক্তি হাতে প্লাস্টিকের বস্তা নিয়ে ওই বাড়ির পেছনের দিকে যায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তাকে সেখান থেকে বের হতে দেখা যায় ঠিক ৩:১৬ তে। এই ৩ ঘন্টা ওই ব্যক্তি পেছনে কি করছিল? বাড়ির লোকের সন্দেহ ওই ব্যক্তি এই চুরির ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজে ব্যক্তিকে ধরা পড়লেও ব্যক্তির পরিচিতি এখনো পাওয়া যাইনি।
বারবার চুরির ঘটনায় দিনহাটা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন প্রশাসনের ওপর।
আরও পড়ুনঃধরনায় স্বাস্থ্য দফতরের কর্মীরা
গত একমাসে দিনহাটার বুকে পর পর চার বার এই ধরনের বড়ো চুরির ঘটনা ঘটা সত্বেও ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। স্বভাবতই ক্ষোভ বাড়ছে সাধারণ বাসিন্দাদের মনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584