পিয়ালী দাস, বীরভূমঃ
বুধবার ভোরে দুঃসাহসিক চুরি হলো সিউড়িতে, খোয়া গেল কয়েক লক্ষ টাকার মোবাইল সহ অন্যান্য সামগ্রী । দোকানের মূল শাটার ভেঙে ভোর ৫টা নাগাদ এই দুঃসাহসিক চুরির কান্ড ঘটায় চোরেরা। ওই শোরুমে রয়েছে ইলেকট্রনিক সরঞ্জাম, ব্র্যান্ডেড মোবাইল, ক্যামেরা ইত্যাদি। শোরুমে থাকা স্যামসাং এবং ভিভো কোম্পানির মোবাইল লুট করা হয় বলে আপাতত জানা গিয়েছে। সকালে শোরুম খুলতে ঘটনা চক্ষুগোচর হয় শোরুমের কর্মীদের।
শোরুমের কর্তৃপক্ষ জানাই, “আমরা সিসিটিভিতে যা দেখতে পাচ্ছি তাতে ভোর ৪:৫৯ মিনিটে একজন শাটার ভেঙ্গে দোকানে ঢোকে। তারপর টর্চ জ্বালিয়ে বেছে বেছে মোবাইলগুলি নিয়ে চলে যায়। আর অন্যান্য সমস্ত স্টক মিলিয়ে বুঝতে পারবো আরও কি কি চুরি গেছে। ভিতরে আসা ব্যাক্তির মুখ ঢাকা ছিল। আনুমানিক যা বুঝতে পারছি তাতে প্রায় ৪০-৫০ লক্ষ টাকার মোবাইল চুরি গেছে।”
শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, মূল রাস্তার সামনে রয়েছে আমাদের দোকান। সামনেই রয়েছে জেলা সংশোধনাগার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। দোকানের মালিক কুনাল দীক্ষিত জানান অন্যদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় বুধবার সকালে দোকানে কর্মী মারফত খবর পাই কয়েক লক্ষ টাকার মোবাইল সহ অন্যান্য জিনিস চুরি হয়ে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584