লোকসভা ভোটে তৃণমূলী গুন্ডাদের অ্যাম্বুলেন্স নিয়ে আসার নিদান জয়ের

0
130

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

advised of joy for tmc bring ambulance 2
নিজস্ব চিত্র

মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির ডাকে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালিকাতলা গ্রাম পঞ্চায়েতেরচক তালায় এক জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক জয় ব্যানার্জি।তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।বিজেপিকে উড়তে দেওয়া হয়নি ভয় দেখিয়ে পুলিশি মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের হয়রানি করা হয়েছে।

advised of joy for tmc bring ambulance
বিজেপি জনসভায় কর্মী সমর্থকদের ভিড়। নিজস্ব চিত্র

আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা গুন্ডামি করতে এলে সাথে করে যেন অ্যাম্বুলেন্স নিয়ে আসে।কেন্দ্রে বাহিনীর হাতে একটি ডান্ডা থাকলেই ওই সব গুন্ডারা পালিয়ে কূল পাবে না।জয় ব্যানার্জি এদিন কংগ্রেসের প্রতি তীব্র সমালোচনা করে জানিয়ে দেন যে বিজয় মালব্য কে কান ধরে দেশে ফিরিয়ে আনার কাজ করছেন চৌকিদার, অতএব চৌকিদারের মতোই কাজ করছে এই কথা বলে রাহুল গান্ধীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি।তিনি আরও বলেন যে,”এখানকার চাষিরা তাদের উৎপাদিত ফসলের দাম পান্না গোয়ালারা তাদের দুধের দাম পান না কিন্তু অন্য রাজ্যে দুধের দাম এবং অনেক বেশি সম্মান পান চাষিরা ফসলের ন্যায্য দাম পায় আমরা ক্ষমতায় এলে দেখিয়ে দেব রাজ্যে কিভাবে উন্নয়ন করা যায়।”
জয় ব্যানার্জি উপস্থিত সকল কর্মী সমর্থকদের কাছে জানিয়ে দেন যে, “আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের গুন্ডা আর গুন্ডামি করতে পারবেনা দিকে দিকে ফুটবে পদ্মফুল তাই তৈরি থাকুন জোট বদ্ধ হন গুন্ডামি রুখতে।যিনি বাংলা কে শাসন করতে পারেন না তিনি স্বপ্ন দেখছেন দিল্লির মসনদের এ কথা বোকারাই ভেবে থাকে।বাংলায় বিজেপি আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা,আশাবাদী জয় ব্যানার্জি।

আরও পড়ুনঃ মেদিনীপুরে বিজেপি জনসভা ঘিরে জোর প্রস্তুতি

তিনি উল্লেখ করেছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ২ নম্বর ব্লক বিজেপির শক্ত ঘাঁটি।এই ঘাঁটিকে চুরমার করার জন্য তৃণমূলের গুন্ডারা যেভাবে উঠে পড়ে লেগেছে তাদের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না আগামী দিন এই পূর্বস্থলীর মাটি থেকেই শুরু হবে বিজেপির জয়গান আর জয়পতাকা উড়বে।এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ এবং জন্মেনজয় মাহাতো প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here