খুশির খবর ইস্টবেঙ্গলের, ক্লাব লাইসেন্সিং সময়সীমা বাড়ালো এএফসি

0
101

অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ

খুশির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়াল এএফসি। ১৩ অক্টোবর থেকে এক মাস বাড়িয়ে তা করা হল ১৩ নভেম্বর। নতুন ইনভেস্টর আসার পর ফের লাল-হলুদের স্পোর্টিং রাইটস স্থানান্তরিত হয়েছে নতুন কোম্পানির নামে।

AFC Eastbengal | newsfront.co

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড থেকে যাবতীয় স্পোর্টিং রাইটস চলে এসেছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের আওতায়। সময়সীমা না বাড়ালে লাল-হলুদের নতুন কোম্পানির পক্ষে ১৩ অক্টোবরের মধ্যে ক্লাব লাইসেন্সিংয়ের কাগজপত্র তৈরি করা সম্ভব ছিল না।

আরও পড়ুনঃ জ্বলে উঠলেন নেইমার পেরু জয় ব্রাজিলের

স্পোর্টিং রাইটস হাতে এলেও সব লাইসেন্সিং শর্তাবলী পূরণ করে কাগজপত্র তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের। তাই এই বাড়তি সময় পেয়ে যাওয়াটা বেশ সুবিধা করে দিল তাদের। ফলে ইস্টবেঙ্গলের আইএসএলে নামার জটিলতা দূর হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here