কলমের স্বাধীনতার চিত্র আঁকতে গিয়ে থামিয়ে দেওয়া হল শিল্পীর তুলি

0
1764

শুভময় সেন,বহরমপুরঃ

মঞ্চে তখন বক্তব্য রাখছেন ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা সুজাতা বন্দোপাধ্যায়।অনুষ্ঠান মঞ্চের অদূরে শিল্পীরা নিজেদের মত ছবি আঁকছেন।উপলক্ষ্য মুর্শিদাবাদ জেলা লিটিল ম্যাগাজিন মেলা।

অনুষ্ঠান মঞ্চ।নিজস্ব চিত্র

স্থান মহারাজা মণীন্দ্র চন্দ্র পি জি ক্যাম্পাস।মেলার সহযোগী বহরমপুর পৌরসভা এবং কৃষ্ণনাথ কলেজ কর্তৃপক্ষ।মঞ্চ থেকে অধ্যাপিকার সাবধান বানী,এ আয়োজন হল শিল্পী কবি সাহিত্যিকদের মিলন ক্ষেত্র ফলে এখানে কেউ তার রাজনৈতিক অভিমত প্রকাশ করবেন না।বক্তব্য শেষে তিনি নেমে এলেন নীচে।মঞ্চ থেকে তাঁর সাবধান বানী কার্যকর করতে।কারন বক্তব্যে তাঁর এ উচ্চারণ যাঁর সৃষ্টিকে লক্ষ্য করে,ধেয়ে গেলেন তার দিকেই।

শিল্পীর কাছে তখন জবাব চাইছেন অধ্যক্ষা সুজাতা বন্দ্যোপাধ্যায়।নিজস্ব চিত্র

একমনে সৃষ্টিতে মগ্ন তখন এ জেলার বিশিষ্ট চিত্রশিল্পী কার্টুনিস্ট গৌর গোপাল ভৌমিক, আঁকছেন একটি কলম যা কেড়ে নিতে চাইছে শাসক।শাসকের প্রতীক হিসাবেই ব্যাঙ্গচিত্রে কিছু মুখচ্ছবি কার্টুনে ফুটে উঠেছে।শিল্পীকে প্রশ্নের মুখোমুখি হতে হল।

তখনও সৃষ্টিতে মগ্ন শিল্পী গৌর গোপাল ভৌমিক।নিজস্ব চিত্র

গৌর গোপাল ভৌমিক কার্টুনে যা আঁকলেন,তখনই যে তাঁকে সেই সত্যের মুখোমুখি হতে হবে হয়ত তিনিও সেটি কল্পনা করতে পারেন নি।তাঁর প্রায় শেষ হয়ে আসা ছবি ছেড়েই তিনি মেলা প্রাঙ্গন ত্যাগ করলেন।

মেলা প্রাঙ্গন ত্যাগের পূর্বে শিল্পীর বক্তব্যঃ

 

অরাজনৈতিকতার বুলি দিয়ে হস্তক্ষেপ করা হল শিল্পীর স্বাধীনতাকে।

বিতর্কিত সেই কার্টুন।নিজস্ব চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য যে,অধ্যক্ষা সুজাতা বন্দ্যোপাধ্যায় বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রে।প্রশ্ন উঠছে অরাজনৈতিক মঞ্চে রাজনীতিটা সত্যিই কে করল?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here