মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি গানের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে এক আফ্রিকান যুবক রবীন্দ্রসঙ্গীত গাইছেন। ‘মায়াবন বিহারিণী হরিণী’ গানটি গেয়েছেন এক আফ্রিকান যুবক।
জানা গিয়েছে, ওই যুবকের নাম জিয়াটা। সুর, তাল, ছন্দ এবং সর্বোপরি উচ্চারণে বাঙালিয়ানা আনার চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। তাঁর এই প্রচেষ্টা মন ছুঁয়েছে নেটিজেনদের। বাঙালির জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। বিদেশের মাটিতেও যে রবীন্দ্রসঙ্গীত সমানভাবে সমাদৃত তার পরিচয় এর আগেও পাওয়া গিয়েছে।
তবে এবার এই আফ্রিকান যুবকের গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হওয়ার পাশাপাশি অবাকও হয়েছেন নেটিজেনরা। আফ্রিকার যুবক যে ভারী সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন এবং তা নেটিজেনদের কাছে প্রশংসিতও হয়েছে সেকথাই বারবার ভিডিয়োর কমেন্ট বক্সে লিখেছেন প্রায় সকলেই।
আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণার পর ভিডিও বার্তায় কী বললেন আমির ও কিরণ?
সম্পূর্ণ অন্য ভাষার একটা গান কীভাবে এমন সুন্দর করে শিখলেন তিনি? এই প্রশ্নই বারংবার কমেন্ট বক্সে লিখছেন কৌতুহলীরা। ভিডিয়োতে জিয়াটাকে অবশ্য একবার বলতে শোনা গিয়েছে, তাঁর শিক্ষকের নাম মোনালি। তিনিই নাকি এই রবীন্দ্রসঙ্গীতটি শিখিয়েছেন জিয়াটাকে। তবে এই মোনালি কে? সে বিষয়ে কিছু জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584