Jeff Bezos: অবসর নিচ্ছেন আমাজন কর্তা জেফ বেজোস, সম্পদের পরিমান ১৯৭ বিলিয়ন মার্কিন ডলার

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি আমাজনের সিইও জেফ বেজোস। কিন্তু বেজোস আর থাকছেন না আমাজনের সিইও পদে, ৫৭ বছর বয়সে আমাজনের সিইও পদ থেকে অবসর নিচ্ছেন তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তি বেজোসের মোট সম্পদের পরিমাণ এখন ১৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

Jeff Bezos
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

আমেরিকায় সাধারণভাবে অবসর গ্রহণের বয়স ৬৫, এই বয়সী গড় আমেরিকানদের অবসরকালীন সম্পদের ৭৩৯,৪৮৯ গুণ সম্পদ নিয়ে অবসর জীবনে প্রবেশ করতে চলেছেন বেজোস। যেকোন বড় সংস্থায় চাকরিজীবী একজন আমেরিকান অবসর নেওয়ার সময় সাধারণ ভাবে দেখা গিয়েছে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৬৬.৪০০ মার্কিন ডলার। তবে আমাজন কর্তার কথা অবশ্যই আলাদা, তিনি একই সঙ্গে বিশ্বের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি, মনে রাখতে হবে সেকথাও।

আরও পড়ুনঃ ক্যামেরন নোরিকে হারিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় রজার ফেডেরার

সোমবার আমাজনের সিইও-র কুর্সি ছাড়ার সঙ্গে সঙ্গে সরে বেজোস ছাড়বেন বিশ্বের ধনীতম ব্যক্তির তকমাও।আমাজনের সিইও হিসেবে বেজোস গত বছর বেতন পেয়েছেন ৮১,৮৪০ মার্কিন ডলার আর অন্যান্য খাতে পেয়েছেন ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। ইউএস সেনসাস ব্যুরো জানিয়েছে অবসর প্রাপ্ত যেকোন মার্কিন নাগরিকের চাইতে ৭৩৯,৪৮৯ গুণ সম্পদ সঙ্গে নিয়ে অবসর জীবন শুরু করতে চলেছেন জেফ বেজোস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here